Big Boss : বিগ বস ওটিটির চ্যাম্পিয়ন দিব্যা
সেরা হওয়ার দৌড়ে ছিল ৫ জনের নাম। তবে তাদের মধ্যে শেষ হাসি হাসলেন দিব্যা আগরওয়ালই। বিগ বস ওটিটির লড়াইয়ে বিজয়ী হলেন তিনি।পুরস্কারমূল্য হিসেবে দিব্যার ঝুলিতে আসে ২৫ লক্ষ টাকাও। দ্বিতীয় হন নিশান্ত ভাট। অন্যদিকে তৃতীয় স্থানে দেখা যায় শমিতা শেট্টিকে। শনিবার রাতে অনুষ্ঠিত হল বিগবস ওটিটির গ্র্যান্ড ফিনালে। পাঁচ টপ ফাইনালিস্টের মধ্যে ছিলেন শমিতা শেট্টি, প্রতীক সহজপাল, দিব্যা আগরওয়াল, নিশান্ত ভাট ও রাকেশ বাপাট।ওটিটিতে বিজয়ী হওয়ার ইচ্ছা পরিবর্তন করে করে ফাইনালের দিন প্রথমেই নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেন প্রতীক। এর ফলে বিগ বসের যে সিজনটি টিভিতে সম্প্রচারিত হবে, সেই সিজনে সরাসরি এন্ট্রি হয়ে যায় তাঁর। একই সঙ্গে দিব্যা বিজয়ী হওয়ায় তিনিও পেয়ে যান সলমন খান সঞ্চালিত এবারের বিগ বস সিজনে সরাসরি এন্ট্রি। বিগ বস এই প্রথম বার ওটিটিতে অনুষ্ঠিত হয়েছিল। শো-র সঞ্চালক ছিলেন করণ জোহর। শনিবার রাতেও হাজির ছিলেন করণ। এছাড়া ছিলেন বিশেষ অতিথি জেনেলিয়া ডিসুজা ও রিতেশ দেশমুখ। বিগ বস ওটিটির জনপ্রিয়তা শুরু থেকেই ছিল তুঙ্গে। কখনও প্রতীক ও নেহা ভাসিনের বিশেষ সম্পর্ক চর্চার বিষয় হউএ দাঁড়িয়েছেন আবার কখনও বা রাকেশ-শমিতার প্রেম কথন দর্শকদের মন জয় করেছিল।এদিকে আগামী ২ অক্টোবর থেকে টিভির বিগ বস নিয়ে আসছেন সলমন খান। সেখানে কাদের প্রতিযোগী হিসেবে দেখা যাবে তা নিয়েও উত্তেজনা বাড়ছে। দিন কয়েক আগেই শোয়ের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে রয়েছেন চিরনবীন রেখা।